ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলদস্যুর কবল থেকে বোট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
জলদস্যুর কবল থেকে বোট উদ্ধার ...

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে জলদস্যু কর্তৃক ছিনতাই হওয়া একটি বোট প্রযুক্তির সাহায্যে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের ইনানী চ্যানেলে অভিযান চালিয়ে বোটটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, তিনদিন আগে ১৩ জন নাবিক নিয়ে বোটটি মহেশখালী-টেকনাফ চ্যানেলের ইনানী বীচ এলাকায় যায়। শুক্রবার রাতে জলদস্যুরা ওই বোটের ১২ নাবিককে নামিয়ে দিয়ে সোনা মিয়া নামে এক মাঝির সহায়তায় বোট ছিনতাই করে নিয়ে যায়।

বোটের মালিক বিষয়টি জানালে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বোটের মালিক ও নাবিকের দেওয়া তথ্যমতে বোটটি শনাক্ত করতে সক্ষম হই। পরে অভিযান চালিয়ে বোট উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ি ও মহেশখালী নৌ পুলিশ সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad