ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষকের মৃত্যু 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ট্রেনে কাটা পড়ে চবি শিক্ষকের মৃত্যু  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ট্রেনে কাটা পড়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশীদ (৬৯)।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকার উত্তরায় এ দুর্ঘটনায় মারা যান তিনি।

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেল গেইট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন। এসময় তার সঙ্গে বাজারের ব্যাগ ছিল।

সম্ভবত তিনি বাজার করে বাসায় ফেরার সময় ট্রেনে কাটা পড়েন। আমরা তার সঙ্গে থাকা ভিজিটিং কার্ড দেখে পরিচয় জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।