ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাপড়ের রং দিয়ে ঘি, জরিমানা দুই লাখ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
কাপড়ের রং দিয়ে ঘি, জরিমানা দুই লাখ  ...

চট্টগ্রাম: কাপড় রং ব্যবহার করে ঘি তৈরি করার অপরাধে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের নাসির ম্যানসনে চট্টলা ঘি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অভিযানে দেখা যায় ডালডা, পামঅয়েল, কাপড়ের রং ব্যবহার করে গাওয়া ঘি, ভেজিটেবল ঘি, পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করছে। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

 

এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  অনুসারে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে  প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।