ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের অভিযানে ৭ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
চসিকের অভিযানে ৭ জনকে জরিমানা

চট্টগ্রাম: ফুটপাত দখল করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা রাখায় ৭ জনকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চসিকের পিআরও আজিজ আহমেদ জানান, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বায়েজিদ বোস্তামী রোডের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টির করার দায়ে ৭ জনকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।