ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তানভীর শাহরিয়ার রিমনের বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
তানভীর শাহরিয়ার রিমনের বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম: প্রতিশ্রুতিশীল লেখক তানভীর শাহরিয়ার রিমনের  নতুন বই ‘ল্যাক্সাারি ট্র্যাপ’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বই মেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

‘ল্যাক্সাারি ট্র্যাপ’ লেখকের ছয় নম্বর বই। এর আগে স্ট্রেস ম্যানেজমেন্ট, লিডারশিপ ইন্টেলিজেন্স, আমি একজন সেলসম্যান, ক্ষ্যাপা বাউল, পাগলাঘন্টি নামে আরও পাঁচটি বই প্রকাশিত হয়।
 

অনুষ্ঠানে লেখক ছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদ তালুকদার, লেখকের বাবা মনোহর আলী, খুলশী টাউন সেন্টারের সভাপতি রুম্মান আহমেদ, ফ্যাশন ডিজাইনার রোকসানা আক্তার।

এ সময় বক্তারা লেখক সম্পর্কে বলেন, জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই। তাই পাঠকরা লেখকদের কাছ থেকে ভালো লেখা আশা করেন।  

তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত বই পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বই মেলার ৫৫-৫৬ নং স্টলে।   

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।