চট্টগ্রাম: নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণের অস্থায়ী শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি ইমরান চৌধুরী বাংলানিউজকে বলেন, শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিতে যায়। সেখানে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। আমরাও সিরিয়াল অনুযায়ী ফুল দিতে যাচ্ছি। মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সিরিয়াল ছাড়া ফুল দিতে দেওয়া হচ্ছিল।
তিনি আরও বলেন, সিরিয়াল ভঙ্গ করে ঢোকার সময় বাঁধা দেওয়ায় ও বেদিতে জুতা নিয়ে উঠার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের ওপর কোতোয়ালি থানা ছাত্রলীগ ও দক্ষিণ জেলা যুবলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালায়। এ হামলায় চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নারী সহযোদ্ধাসহ ১০-১২ জন আহত হন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, যথাযোগ্য মর্যাদায় আমরা ভাষা শহীদের স্মরণার্থে যে কর্মসূচি ছিল সেটি পালন করে চলে এসেছি। পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা শহীদ মিনারের বিশৃঙ্খল পরিবেশের কিছু ছবি পাঠিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে দেখেছি তারা ছাত্রলীগের কেউ নয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমআই/পিডি/টিসি