ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলেন সংবাদকর্মীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলেন সংবাদকর্মীরা

চট্টগ্রাম: মহান মাতৃভাষা দিবসে পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ দিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, দৈনিক সমকালের পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহ, দৈনিক সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলম, বিজয় টিভির প্রতিনিধি তাপস দে আকাশ, স্কুল শিক্ষিকা মৌসুমী দেব, সকালের সময় প্রতিনিধি নয়ন শর্মা, রাফিউল আকরাম আলভি, প্রমুখ।

এসময় পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, শহীদ মিনারে সবাই ফুল দিয়ে একুশে উদযাপন করে।

পটিয়ার মাঠিতে বেড়ে উঠা শিশুদের বাংলা ভাষা সম্পর্কে জানাতে হলে চাই ভিন্ন কিছুর আয়োজন। সে কারণে শিশু-কিশোরদের ছুটির দিনে সংবাদকর্মীরা যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। এতে করে শিশুরা উৎসাহিত হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদকর্মী আহমদ উল্লাহ বলেন, সংবাদকর্মীরা লেখনীর মাধ্যমে সমাজের নানান বিষয় যেমন তুলে ধরেন পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতেও কাজ করেন। মহান ভাষা শহীদ দিবসে পটিয়ার শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে শিশুদের উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১. ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।