ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দ্রনাথ পাহাড়ের গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
চন্দ্রনাথ পাহাড়ের গভীর খাদ থেকে মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পানিঘাটা এলাকার গভীর খাদ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে মরদেহ উদ্ধারের পর সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ওই ব্যক্তির নাম আশুতোষ নাথ (৪৫)। তিনি মুরাদপুর ইউনিয়নের ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, প্রায় ২০০ ফুট গভীর খাদে একটা গাছের সঙ্গে মরদেহটি আটকে ছিল। পথ দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা দড়ি বেয়ে নিচে নেমে স্ট্রেচারে মরদেহ রেখে দড়ি বেঁধে ওপরে তোলেন। ধারণা করা হচ্ছে, তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ বিকৃত হয়ে গেছে।

এর আগে মঙলবার দুপুরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা শিব চতুর্দশী মেলা কমিটি ও পুলিশকে খবর দেন।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, মেলা চলাকালে তিনদিনে থানায় চারজন নিখোঁজ থাকার বিষয়ে জিডি হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আছেন তিনজন, যাদের মধ্যে দুজন নারী।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।