চট্টগ্রাম: জাতীয় সংসদ নির্বাচন (২০১৮ সাল) উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে উল্লিখিত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ণের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আন্দরকিল্লা চত্বর থেকে মিছিলটি বের হয়।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সভা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, চন্দন মজুমদার, সুরঞ্জন ভট্টাচার্য্য, দীপক তালুকদার, কাজল শীল, ডা. বিধান মিত্র, খোকন চন্দ্র দে, রুমা কান্তি সিংহ রূপক, সৌরভ দাশ পার্থ, স্বরূপ বড়ুয়া, মিনু দেবী, রাধা দেবী মুন, শিখা দে, শুক্লা দে, চম্পা শীল, প্রিয়া তালুকদার, শিল্পী সর্দ্দার, রকি সিংহ, সুবল চন্দ্র দাশ, অলক কুমার দাশ, ডা. তপন দাশ, অপূর্ব ধর, ডা. রতন নাথ, কৃষ্ণ কান্তি ধর, অমল সিকদার, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, রিপন সিংহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এআর/টিসি