ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

চট্টগ্রাম: নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন র‌্যাব)-৭।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, চট্টগ্রামের পটিয়া থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া  ৪ জন জঙ্গিকে আটক করা হয়েছে। এই বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৭ এর নগরের চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ব্রিফিং করবেন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআই/টিসি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।