ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে এনজিও কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ছুরিকাঘাতে এনজিও কর্মী নিহত

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

রোববার (৫ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।



চম্পা চাকমা রাঙ্গামাটির জেলার কোতোয়ালী থানার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিলেন।


রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বাংলানিউজকে বলেন, ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে চম্পা চাকমা নামে এনজিও কর্মীকে এক যুবক গলায় ছুরিকাঘাত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলার শ্বাসনালী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত যুবককে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।