ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা  ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরের রেলওেয়ের পুরাতন স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগাম রেলস্টেশন সংলগ্ন বটতলী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, যুবকটি চার নম্বর প্ল্যাটফরমে হাঁটছিল।

কর্ণফুলী ট্রেন ছাড়তেই ৩ নম্বার রেললাইনে গিয়ে ঝাঁপ দেন। এতে দ্বি-খণ্ডত হয় যুবকের শরীর। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ’

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (আরএনবি) আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ নিতে এখনো কেউ আসেনি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।