ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত: ব্যারিস্টার মনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
চট্টগ্রামের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত: ব্যারিস্টার মনোয়ার ...

চট্টগ্রাম: নানা কারণে রাজনীতি থেকে ভালো লোকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন উল্লেখ করে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে মূল্যায়ন করলে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। বাংলাদেশ অনেকাংশে রেমিট্যান্সনির্ভর।

অথচ রেমিট্যান্সযোদ্ধারা বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। প্রবাসীদের কল্যাণে রাষ্ট্রীয়ভাবে নানা ঘোষণা থাকলেও তার বাস্তব চিত্র খুব একটা চোখে পড়ে না।
 

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন জড়িত। তাই দীর্ঘদিন চট্টগ্রামের জনগণের দাবি আদায়ে সোচ্চার ছিলাম এবং এখনো আছি। রাজনৈতিকভাবে মূল্যায়ন করা না হলেও আমৃত্যু চট্টগ্রামের মানুষের কল্যাণে পাশে থাকতে চাই। তবে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলে মানুষের কল্যাণে নিয়োজিত থাকার ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। কালুরঘাট নতুন সেতু নির্মাণের যৌক্তিকতা, চট্টগ্রামের জলাবদ্ধতাসহ নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লড়াই-সংগ্রামে সামনে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

রোববার (১২ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেডএম এনায়েতউল্লাহ, মুক্তিযুদ্ধের গবেষক মোহাম্মদ শামসুল হক।

সঞ্চালনায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেছেন, বহুমাত্রিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। তিনি ক্লাবের কল্যাণে পাশে থাকবেন বলে বিশ্বাস করি।  

ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, জালালউদ্দিন আহমদ চৌধুরী, সুভাষ কারণ, স ম ইব্রাহীম, একেএম কামরুল ইসলাম চৌধুরী, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রনজিত দে, সিরাজুল করিম মানিক, গোলাম সরওয়ার, মো. জাকারিয়া চৌধুরী, মুজাহিদুল ইসলাম, রুবেল খান, বিপুল বড়ুয়া, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, আজিজুল কদির, রাজেশ চক্রবর্তী, গোলাম মর্তুজা আলী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, অস্থায়ী সদস্য অনুপম বড়ুয়া, কাঁকন দেব, রনি দে, মো. রাশেদ, আমিনুল ইসলাম মুন্না, সাইদুল আজাদ, নাগরিক ফোরামের সদস্য তসলিম খাঁ ও মীর্জা ইমতিয়াজ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।