ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাজী ক্যাম্প ফুটবল টুর্নামেন্টে সাতকানিয়া খাগড়িয়া একাদশ চ্যাম্পিয়ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
হাজী ক্যাম্প ফুটবল টুর্নামেন্টে সাতকানিয়া খাগড়িয়া একাদশ চ্যাম্পিয়ন  ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী হাজী ক্যাম্প ছাত্র ও যুব পরিষদ উদ্যোগে অলম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ফাইণাল খেলায় সাতকানিয়া খাগড়িয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পাহাড়তলী রেল গেইট একাদশকে ২-০ গোলের ব্যবধানে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাতকানিয়া খাগড়িয়া ফুটবল একাদশ।

খেলা শেষে হাবিব উল্লাহ্ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মো. ইসহাক, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, এম জি জাকারিয়া, অ্যাড. আলী হোসেন, শেখ রাজীব আহম্মেদ, মো. ইসকান্দর মিঞা, নিজামুল হক নিজাম, জাহিদ হাসিন মুরাদ, রাশেদ চৌধুরী, সাইফুল ইসলাম, বাবুল দাশ বাবলু, জাফরুল হাসান মুরাদ, ফয়েজ খাঁন, মনসুরুল হক, মো. নুরুজ্জামান।

আনিসুর রহমান মামুন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মো. আমজাদ হোসেন, আলী আজম, হান্নান খাঁন ফয়সাল, ইমাম হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাহাত, ইব্রাহিম হোসেন জিসান, মো. মিনহাব, ইমতিয়াজ আলী, মো. ইয়াদ, মো. আংকিত, মো. ঈশান, মো. সিফাত, মো. ফারদিন।

টুর্নামেন্টে সেরা গোল দাতা নির্বাচিত হন নেইমার সুজন, সেরা গোলকিপার আবুল কালাম এবং সেরা খেলোয়াড় মোস্তফা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।