ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
হাটহাজারী সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু ...

চট্টগ্রাম: শহরে কর্মরত হাটহাজারীর সাংবাদিকদের নিয়ে ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’ এর যাত্রা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে হাটহাজারীর অধিবাসী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

নতুন এ সংগঠনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর সভাপতি এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।  

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, মাহাবুবুল আলম, মাখন লাল সরকার, এনটিভির ব্যুরো প্রধান সামশুল হক হায়দরী ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

নির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন: সহ–সভাপতি স ম ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক রুপম চক্রবর্তী, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নুপুর কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট সুমন গোস্বামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির স্টাফ রিপোর্টার বিপ্লব পার্থ, ক্রীড়া সম্পাদক আর টিভির রিপোর্টার মো. নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রিয় চট্টগ্রামের মীর্জা ইমতিয়াজ শাওন।  

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- প্রথম আলোর রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, সি-প্লাস সম্পাদক আলমগীর অপু, চট্টগ্রাম প্রতিদিন এর উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, এনটিভির রিপোর্টার আরিচ আহমেদ শাহ ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।