ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ এপ্রিল) নগরের চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ সাংবাদিকদের জানান, ঈদ সামনে রেখে সেমাই তৈরি হচ্ছিল বিভিন্ন কারখানায়।

বুধবার অভিযানে এসে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।  

এছাড়া তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।  

অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।