ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবাজারের নিঃস্ব ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ফারাজ করিম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বঙ্গবাজারের নিঃস্ব ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ফারাজ করিম  ...

চট্টগ্রাম: রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে গেলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।  

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৩টায় সেখানে থাকা হাজারো ব্যবসায়ী, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে সেহেরির খাবার বিতরণ করেন তিনি।

 

সেখানে ফারাজ করিম অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ সেখানকার হৃদয়বিদারক এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ৷ 

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কয়েক ঘন্টা পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও'র মাধ্যমে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন।  

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদেরকে পুনরায় ব্যবসা করার জন্য সহযোগিতা করতে নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বঙ্গবাজারে ভস্মীভূত এলাকা পর্যবেক্ষণ করার সময় ফারাজ করিম চৌধুরীর সঙ্গে অর্ধশত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং তারা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, অতীতে দেশের সকল মানবিক বিপর্যয়ে মানুষ মানুষের পাশে ছিল। বঙ্গবাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতীত। আমরা সকল দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আবারো দিচ্ছি । যেসব ব্যবসায়ী সবকিছু হারিয়ে পথে বসেছে তাদেরকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করবো।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।