ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহুতল বাড়ি করেও কর না দিলে ব্যবস্থা: চসিক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বহুতল বাড়ি করেও কর না দিলে ব্যবস্থা: চসিক মেয়র

চট্টগ্রাম: যারা বহুতল বাড়ি করেও গৃহকর দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।  

বুধবার (৫ এপ্রিল) এক ঝটিকা সফরে মেয়র নিউ মার্কেটের রাজস্ব সার্কেল-৪ কার্যালয় গিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, জনভোগান্তি হ্রাসে আমার কৌশল হলো হোল্ডিং নাম্বারের সংখ্যা বাড়াতে হবে আর কারো নামে অতিরিক্ত ট্যাক্স বসানো হলে তা আপিল বোর্ডের মাধ্যমে কমিয়ে দিতে হবে।  

‘তদারকির অভাবে ট্রেড লাইসেন্স ছাড়া অনেকে ব্যবসা করছে।

কর আদায় কর্মকর্তাদের অবহেলাতে এই চর্চা চট্টগ্রামের অনেক এলাকায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক কর্মচারী যথাসময়ে উপস্থিত থাকেন না যা শৃঙ্খলাবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। চট্টগ্রাম সিটি করপোরেশনকে আয় করে ব্যয় করতে হয় তাই চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে কর আদায় বাড়াতে হবে। ’ 

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গাজী মো. শফিউল আজিম, কর কর্মকর্তা নুরুল আলম, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী, সাইফুল আলম, তুষার দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।