ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিসাসের ইফতার মাহফিল 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
চবিসাসের ইফতার মাহফিল  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।  

বুধবার (৫ এপ্রিল) নগরের জিইসি মোড়ে অবস্থিত হোটেল জামানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

চবিসাসের সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাহবুব এ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এছাড়া অতিথি হিসেবে ছিলেন চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক খাইরুল ইসলাম, চবিসাসের সাবেক নেতৃবৃন্দসহ বর্তমান সদস্যরা।  

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সাংবাদিকদের যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিত। বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের ক্ষতি হয় এমন সংবাদ থেকে বিরত থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা দরকার। চবি সাংবাদিক সমিতির জন্য শুভ কামনা রইল।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।