ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো যুবক

চট্টগ্রাম: কানে হেডফোন লাগিয়ে ট্রেনের রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন খোন্দকার সালাউদ্দিন রাজু (৩৩) নামের এক যুবক।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নগরের ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা মোহাম্মদ জামান খোন্দকার বাড়ির হাবিব উল্লাহ সওদাগরের ছেলে। তিনি পাহাড়তলী সিলভার ফুডের অফিস একাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

আরএনবির চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, কানে হেডফোন লাগিয়ে ট্রেনের রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।