ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ফটোসাংবাদিকদের কারণে প্রকৃত চিত্র জানা যায়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
‘ফটোসাংবাদিকদের কারণে প্রকৃত চিত্র জানা যায়’ ...

চট্টগ্রাম: ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান ইতিহাস মনে রাখবে।

দেশের সংকটময় মুহূর্তে তাঁদের কারণে মানুষ প্রকৃত চিত্র জানতে পারে। এ কারণে যেকোনো সংবাদ, ছবি, ভিডিও সংগ্রহের সময় তাদের সর্বোচ্চ সহযোগিতা করা উচিত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।  

অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহারিয়ার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ।

আমন্ত্রিত অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।  

সিপিজেএর সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আলাউদ্দিন হোসেন দুলালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিজেএ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী। অনুষ্ঠানে সিপিজের উপদেষ্টা রূপম চক্রবর্তী, কুতুব উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে, প্রদর্শনী সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি দে, নির্বাহী সদস্য অনুপম বড়ুয়া, সদস্য সোহেল রানা, সৌরভ দাস, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী, শ্যামল নন্দী, সুরঞ্জিত শীল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।