ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবাজারে ১ কোটি টাকার পোড়া কাপড় কিনলেন ফারাজ করিম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বঙ্গবাজারে ১ কোটি টাকার পোড়া কাপড় কিনলেন ফারাজ করিম ...

চট্টগ্রাম: বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে ২য় ধাপে প্রায় ৫০ লাখ টাকার পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনার মাধ্যমে ১ কোটি টাকার পণ্য সংগ্রহ করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।  

বঙ্গবাজার ট্রাজেডি সংঘটিত হওয়ার পর তাৎক্ষণিক ছুটে যাওয়া এই তরুণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে বুধবার (৫ এপ্রিল) ৫০ লাখ টাকা দিয়ে পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় কেনার পর আজ বৃহস্পতিবার আবার ৫০ লাখ টাকার পণ্য কিনেছেন তিনি৷ 

এসব কাপড় ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে ধুয়ে সুন্দরভাবে প্যাকেট করে বিক্রয় উপযোগী করে তুলবেন বলে জানা গেছে।  

ফারাজ করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, আমরা জানতে পেরেছি, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবার দোকান করার ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদের মধ্যে যাদের একদম কিছুই নেই, তাদের অন্ততপক্ষে জনপ্রতি ৫০ হাজার টাকার পণ্য দিলেও তারা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন।  

অর্থাৎ ৫০ হাজার টাকার পণ্য যদি তিনি দেন, তবে ১ লাখ টাকায় তা বিক্রি করতে পারবেন। এভাবে প্রায় কয়েকশ’ ব্যবসায়ীকে পুরোপুরি ব্যবসায়িকভাবে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতোমধ্যে তার স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা বঙ্গবাজার থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় সংগ্রহ করার পর বিভিন্ন ওয়াশিং প্ল্যান্ট খুঁজছেন। তবে পবিত্র রমজান মাসে রোজা রেখে তার স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাদের দৃঢ় মনোবল আছে যে, সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। তাই তারা এই মানবিক কাজে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছেন। তারা সবাই দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।