ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিখরচায় চিকিৎসাসেবা পেলেন রাউজানের ৪৫০ জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নিখরচায় চিকিৎসাসেবা পেলেন রাউজানের ৪৫০ জন ...

চট্টগ্রাম: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এতে শিশুসহ ৪৫০ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এছাড়াও রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়।  

শুক্রবার (৭ এপ্রিল) দিনব্যাপী রিসসো কোসেই-কাই মেডিকেল সার্ভিসের উদ্যোগে এসব কর্মসূচি করা হয়।

রাউজানের মধ্যম বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ বুড্ডিষ্ট ডক্টরস এসোসিয়েশন, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং বিনাজুরি সুকুমার তরুণ সংঘের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন- অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দী, ডা. ভাগ্যধন বড়ুয়া, ডা. হিমাদ্রী বড়ুয়া, ডা. চন্দ্রমল্লিকা চৌধুরী, ডা. স্নেহাশীষ বড়ুয়া, ডা. উদিতি বড়ুয়া, ডা. দ্বীপশিখা বড়ুয়া, ডা. অনিক সঞ্জয় বড়ুয়া, বাবু কল্লোল বড়ুয়া, বাবু সৌমেন বড়ুয়া, অনুজ বড়ুয়া, প্রতীক বড়ুয়া, অতশী তালুকদার, জিতু বড়ুয়া, দিপলু বড়ুয়া, অরুপ বড়ুয়া,  সুলাল বড়ুয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।