ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হবে: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পাহাড় কাটার সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হবে: জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম: জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, কে বা কারা পাহাড় কাটার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে বলা যাবে। এ স্থানে এর আগেও আমরা অভিযান করেছি।

কিন্তু কেউ সচেতন হয়নি। এখানে জনসচেতনতা খুবই জরুরি।
 

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আকবারশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় পাহাড় ধ্বংসের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।  

তিনি আরও বলেন, এছাড়াও নিহত পরিবারকে দাফন-কাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২০২5 ঘণ্টা, ৭ এপ্রিল, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।