ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: নগরের চকবাজারের কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১০ এপ্রিল) মোড়কজাত বিধিমালা লঙ্ঘন, অননুমোদিত রং (কেমিক্যাল) ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহার ইত্যাদি অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ।  

একই অভিযানে চকবাজারের জামান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস (4K Plus) বিক্রি করায় বালি আর্কেডের ব্র‍্যান্ড এভিনিউকে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।