ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান নন্দন চত্বরে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান নন্দন চত্বরে ...

চট্টগ্রাম: বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শুক্রবার (১৪ এপ্রিল) প্রভাতী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় চেরাগি পাহাড় মোড়ের নন্দন চত্বরে ‘বিশ্ব ভরা প্রাণ শীর্ষক’ পঞ্চকবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করবেন পরিষদের শিল্পীরা।

 

এতে অতিথি থাকবেন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ ড. অনুপম সেন, লেখক ফেরদৌস আরা আলীমসহ বিশিষ্টজনেরা। সংগীত পরিচালনায় থাকবেন পরিষদের সদস্যসচিব শ্রেয়সী রায়।

পরিষদের সদস্যদের সম্মেলক গানের সুরে কণ্ঠ মেলাতে সকলকে আমন্ত্রণ জানিয়েছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।  

ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ওয়াহিদুল হকসহ অন্যদের উদ্যোগে ১৯৭৮ সালের বৈরী সময়ে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান হচ্ছে। এবার রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদও স্বতন্ত্র বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।