ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবাজার: এবার কোটি টাকার পণ্য দিলেন ফারাজ করিম 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বঙ্গবাজার: এবার কোটি টাকার পণ্য দিলেন ফারাজ করিম 

চট্টগ্রাম: বঙ্গবাজার ট্র্যাজেডির শুরু থেকে এ পর্যন্ত একের পর এক সাহসী ও মানবিক কার্যক্রম পরিচালনা করে চলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ঘটনার দিন গভীর রাতে হাজারো মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ, নগদ ১ কোটি টাকা অর্থ সহায়তাসহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা কাপড় কেনার মাধ্যমে ব্যবসায়ীদের পাশে ছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার পণ্যসামগ্রী দিয়েছেন ফারাজ করিম চৌধুরী।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকার গুলশানের নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব পণ্য তুলে দেন তিনি।

 

জানা যায়, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ১০০ জনকে জনপ্রতি প্রায় ১ লাখ টাকার পণ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।  

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। তাদের কীভাবে পুনর্বাসন করা যায় তা নিয়ে কাজ করছি। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে ছিল। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।