ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার সলিমপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে দা দিয়ে কুপিয়ে স্ত্রী শারমিনকে হত্যার ঘটনায় স্বামী মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (১২ এপ্রিল) রাতে জঙ্গল সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

  নিহত শারমিন (৩৯), একই থানার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় ছিন্নমূলদের গড়ে তোলা বসতি তিন নম্বর সমাজ তালতলা শাখার বাসিন্দা মোহাম্মদ হাসানের (৫৮) স্ত্রী। মুদি দোকানি হাসানের বাড়ি নীলফামারি জেলার ডিমলা থানার বন্দর খরি বাড়ির মো. রহমানের ছেলে।
 

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো.আরিফ হোসেন জানান, বুধবার রাত নয়টার  দিকে ঝগড়ার জেরে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় হাসান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত তিনটার দিকে হাসানকে গ্রেফতার করেন। হত্যার ঘটনায় শারমিনের মা কুলসুম বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।
    
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।