ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম: রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ যেন সবাইকে এই মাহে রমজানের উসিলায় গুনাহ মাফ করেন এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।

 

তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম জুয়েল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।