ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘গরীবের মার্কেটে’ জমজমাট বিকিকিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
‘গরীবের মার্কেটে’ জমজমাট বিকিকিনি ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: একটু দেরিতে হলেও জমে উঠেছে নগরে গরীবের মার্কেট হিসেবে খ্যাত জহুর হকার্স মার্কেটের ঈদবাজার। সকাল থেকেই ক্রেতাদের চাপ বাড়তে থাকে।

গভীর রাত পর্যন্ত চলে এ বিকিকিনি। নিম্ন ও মধ্যম আয়ের মানুষরাই মূলত এ মার্কেটের ক্রেতা।
নিজের ও পরিবারের জন্য সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ মার্কেটে আসেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, ১৫ রমজানের পর থেকে বিকিকিনি কিছুটা বেড়েছে। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ছোটদের পোশাক, মেয়েদের টপস-জিন্সের বিক্রি বেশি। এছাড়া ঘরের জন্য পর্দা, বিছানার চাদর কিনছেন কেউ কেউ।  

হকার মার্কেটের দোকানি সাইফুল আলম বলেন, করোনার কারণে প্রায় তিন বছর ঈদে বিক্রি তেমন হয়নি। এবার বিক্রি বেশ ভালো। ঈদের আগের দিন পর্যন্ত এমনই বিক্রি হবে বলে আশা করছি।

নগরের রাহাত্তারপুল এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন জাহিদুল ইসলাম।  

তিনি বলেন, বেতন-বোনাস পাওয়ার পর ঈদের কেনাকাটা শুরু করেছি। দরাদরি করে এখানে কিছুটা কম দামে কেনা যায়। তাই এসেছি। তবে অসহ্য গরমে ভোগান্তিও হচ্ছে বেশ।

এদিকে মার্কেটের পাশাপাশি সামনের রাস্তার দুইপাশের ফুটপাতেও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ফুটপাতে কম দামে শার্ট, প্যান্ট, শাড়ি, বিছানার চাদর, জুতাসহ পাওয়া যাচ্ছে বিভিন্ন গৃহস্থালি পণ্য।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।