ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লালদিঘী মাঠে জাফর আহমেদ এর  জানাজা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
লালদিঘী মাঠে জাফর আহমেদ এর  জানাজা  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাফর আহমেদ ১ম নামাজে জানাজা বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাদ যোহর লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাঈনুদ্দীন হাসান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলা উদ্দীন আহমদ চৌধুরী নাসিম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী-৮ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিয়ষক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, বখতেয়ার উদ্দীন খান, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।