ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
গৃহবধূর রহস্যজনক মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বিকাল তিনটার দিকে বিশ্ব কলোনি সি ব্লক এলাকার ভাড়া বাসা থেকে মিশু (২৪) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার বাড়ি আনোয়ারা উপজেলায়।

গৃহবধূর চাচা সাইফুল ইসলামের অভিযোগ, ভাইঝি মিশুকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেছে তার স্বামী রাশেদ।

দুপুরে মিশু’র মাকে ফোন করে খবর জানালে আমরা গিয়ে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখেছি। তাদের প্রেমের বিয়ে, দুজন বাসা ভাড়া নিয়ে থাকতো। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে জেনেছি।  

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, গৃহবধূর স্বামী রাশেদ স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দাবি করছেন-এটি আত্মহত্যা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা,  এপ্রিল ২৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।