ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বদর পুকুরে ভাসছিল অজ্ঞাত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
বদর পুকুরে ভাসছিল অজ্ঞাত মরদেহ ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার শাহ আমানত মাজার এলাকার বদর পুকুরে থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মৃত মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাতনামা পুরুষ মরদেহের বয়স আনুমানিক ৫৫ বছর হবে।  

তিনি আরও জানান, স্থানীয়রা জানান মৃত ব্যক্তিটি মাজারে ভিক্ষা করতো। ধারণা করা হচ্ছে, রাতে পানিতে নামার সময় পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। তার মাথার পেছনে থেঁতলানো জখম রয়েছে। পায়ে সমস্যা থাকায়, তিনি স্ট্রেচার ব্যবহার করতেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।