ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আহ্বান আ.লীগ নেতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আহ্বান আ.লীগ নেতার

চট্টগ্রাম: সরাই পাড়ায় আগুনে পুঁড়ে যাওয়া ঘর বাড়ি পরিদর্শন করেছেন মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি পরিদর্শনে যান।

তিনি ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে সমবেদনা জানান।  

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবানরা অসহায় নিঃস্ব মানুষগুলোকে পুর্নবাসনে এগিয়ে আসার আহবান জানান।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এলাকার যুব ও তরুণ সংগঠকদের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যে খাবারের ব্যবস্থা করার অনুরোধ জানান।

এসময় এলাকার গন্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী হোসেন, শেখ রাজিব আহমেদ, ডা. মো. ইকবাল, হাজী মো. জাভেদ হোসেন, শাহিদুল আলম রাশেদ, সফিকুল ইসলাম, ফয়েজ আহমেদ, আলী হাসান  ইকবাল, মো. আনসার, মো. মোস্তাক আহমেদ, মো. শাহাজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।