ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমবার চেরাগি চত্বরে থাকছে ‘মে দিবস’র আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সোমবার চেরাগি চত্বরে থাকছে ‘মে দিবস’র আয়োজন

চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে নগরীর চেরাগি চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠনের সম্মিলিত মোর্চা ‘মে দিবস উদযাপন পরিষদ’। এতে সভাপতিত্ব করবেন পরিষদের আহ্বায়ক ডা. চন্দন দাশ।

সোমবার (১ মে) বিকেল তিনটায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক নেতা নূরুচ্ছাফা ভূঁইয়া এবং চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধুরী বক্তব্য রাখবেন।

পরে মোর্চাভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে আবৃত্তি, গণসঙ্গীত, নৃত্য, নাটকসহ একক ও দলীয় পরিবেশনা থাকবে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।