ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুয়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
কুয়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা ...

চট্টগ্রাম: পূর্ব নাসিরাবাদের কুয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৩০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী নুরে আলম মো. ফিরোজ অংশ নেন।  

বিএসটিআইর সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ওই পানির কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।