ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রান: হাটহাজারী উপজেলায় পুকুর ভরাটের দায়ে দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পান।

পরে পুকুরের মালিক দিদারুল আলম অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি পুকুরটির ভরাট কাজ বাস্তবায়নের অপরাধে ওই এলাকার সাবেক ইউপি সদস্য আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশের ঝুঁকি তৈরি করে পুকুর বা কোনো জলাধার ভরাট করতে দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সচেতনতা জরুরি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।