ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের দুই জামায়াত নেতা নগরে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
সীতাকুণ্ডের দুই জামায়াত নেতা নগরে গ্রেফতার ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দুই নেতাকে নাশকতার মামলায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৭ এপ্রিল) ভোররাতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলেন- সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর চৌধুরী পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান এবং বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন। বর্তমানে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দায়িত্বশীল পদে রয়েছেন তারা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আসামি দুই জামায়াত নেতা। রায়হানের বিরুদ্ধে ৩৩টি এবং নিজামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নগর থেকে গ্রেফতার করে  আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।