ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে কর্মচারী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ৮, ২০২৩
রেলওয়ে কর্মচারী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।  

মাজহারুল ইসলাম ফরহাদ (৪৩) নামের ওই আসামি ১৯ বছর ধরে পলাতক ছিলেন।

তিনি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের মো. মফিজ মিয়ার ছেলে।

রোববার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, ২০০৩ সালের ১৪ জুন আমবাগান রেলওয়ে কলোনিতে মাজহারুল ও তার সঙ্গীরা রেলের কর্মচারী শফিউদ্দীনের ঘরে ঢুকে মারধর ও গুলি করে পালিয়ে যায়। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মাজহারুল ও ৭-৮ জনকে আসামি করে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকেই আসামি পলাতক ছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মাজহারুল ইসলামের অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।