ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
দুই পক্ষের মারামারি, ছুরিকাঘাতে নিহত ২ নিহতরা

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মারামারিতে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ মে) সন্ধ্যায় মারামারির একপর্যায়ে তাদের পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

 

এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।  নিহতরা হলেন, মাসুম (৩০) ও সবুজ (২০) 

পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বাংলানিউজকে বলেন, চমেক হাসপাতাল থেকে আহত দুইজন মারা যাওয়ার কথা বলা হয়েছে।

আমরা ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মে ০৮, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।