ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘নার্সিংকে আদর্শ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১২, ২০২৩
‘নার্সিংকে আদর্শ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে’ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে শুক্রবার (১২ মে) সকালে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন-পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আন্তর্জাতিক নার্সেস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমাদের নার্স: আমাদের ভবিষ্যৎ’।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক কৃষ্ণা দাশের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স দীপ্তি ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল ও মেডিক্যাল অফিসার ডা. রুমি দাশ।

 

স্বাগত বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার জ্যোৎস্না রানী বড়ুয়া, সিনিয়র স্টাফ নার্স চায়না রানী শীল, তপন চন্দ্র দে, রাশেদুল আলম। সভা শেষে কেক কেটে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেল এর ২০৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। র‌্যালি উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়। র‌্যালিতে অতিথিবৃন্দসহ সকল নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তারা অংশ নেন।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশে বিশ্বমানের নার্স গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমসমূহ সর্বস্তরে প্রশংসিত হয়েছে। নার্সদের কারণে চট্টগ্রামসহ সারাদেশে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। নার্সিং পেশাকে একটি আদর্শ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। জনবল সংকট থাকা সত্ত্বেও দফায় দফায় চিকিৎসক-নার্স নিয়োগের মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছে দিয়েছে। জরুরি বিভাগে রোগী আসার পাঁচ মিনিটের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা শুরু করতে হবে।  

তিনি আরও বলেন, নার্সদের কঠিন পরিশ্রম ও তাদের সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিপুল সংখ্যক নার্স নিয়োগ, নতুন পদ সৃজন, বিশেষায়িত নার্স গড়ে তোলা, নার্সিং খাতের নানাবিধ প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নার্সিং সেবার মান বৃদ্ধি করাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।  

আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা, সমাজ সংস্কারক ও পরিসংখ্যানবিদ মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী থেকে শিক্ষা নিয়ে সমাজের দরিদ্র-অসহায় মানুষের সেবায় নার্সদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসাথে হাসপাতালের বেড-বিছানা, বাথরুম ও হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।  
 
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, একজন নার্স কোনও রোগীর সাথে ভাল আচরণ করলে তার রোগ অর্ধেক ভাল হয়ে যায়। এজন্য মানবসেবায় নিয়োজিত সকল নার্সদের রোগীদের সাথে ভাল আচরণ করতে হবে। সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সবসময় রোগীর পাশে থাকতে হবে। রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করে নিজের অবস্থান থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে।     

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।