ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

চট্টগ্রাম: ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মতিন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মো. জসিমও।

শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রামগড় সড়কের দাঁতমারা ইউপির নন্দীরস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন (৪০) নারায়ণহাট ইউপির চাঁনপুর হাজি বাড়ির মো. ইসহাকের ছেলে।

 

নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, মতিনের ভাতিজিকে পাশের এলাকা শান্তিহাটে বিয়ে দেন। আজকে সেখানে দাওয়াত খেতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় ইউপি সদস্য আলতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।