ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

 বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে, রিকশাচালক দগ্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
 বৈদ্যুতিক তার ছিঁড়ে সড়কে, রিকশাচালক দগ্ধ  ...

চট্টগ্রাম: নগরের অক্সিজেন মোড়ে সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সৃষ্ট আগুনে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন।

রোববার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশারচালকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালক দগ্ধ হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।