ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুলা, সিলিন্ডারের দাম বাড়িয়ে জরিমানা গুনলো ৫ দোকানি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
চুলা, সিলিন্ডারের দাম বাড়িয়ে জরিমানা গুনলো ৫ দোকানি

চট্টগ্রাম: গ্যাস সংকটের সুযোগে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করা এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইনডাকশন চুলাসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রির অপরাধে ৫ দোকানীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

সোমবার (১৫ মে) সকাল ১১ টার দিকে নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে একটি টিম।

 

অভিযানে নগরের লাভ লেনের হাবিব ট্রেডার্সে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে যেএস ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরের গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুই দোকানের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, গ্যাস সংকটের সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলা বিক্রি করছে। অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ দোকানীকে ৪১ হাজার টাকা নিয়ে আদায় করা হয়েছে। সেই সঙ্গে সকলকে সর্তক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৫, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।