ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই মেলার সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসএমই মেলার সময় বাড়লো ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত এসএমই মেলার সময় একদিন বাড়ানো হয়েছে।  

শনিবার (১৩ মে) শুরু হওয়া ৫ম এসএমই মেলা আগামী বুধবার (১৭ মে) পর্যন্ত দর্শক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের অনুরোধে বাড়ানো হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চেম্বারের সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মো. ফারুক।  

তিনি জানান, মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানি, বুটিকস্, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, ড্রাই ফিশ, ইন্টেরিয়র, ফার্নিচার ও পর্যটনসহ বিভিন্ন খাতের উদ্যোক্তা ৬০টি স্টলে নিজস্ব পণ্যের সম্ভার নিয়ে বসেছেন।

 

মেলার শেষ দিন (১৭ মে) সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাওয়ার্ড দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।