ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির 'বি' ইউনিটে প্রথমদিনের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮১ শতাংশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১৮, ২০২৩
চবির 'বি' ইউনিটে প্রথমদিনের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮১ শতাংশ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৮১ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

এদিন সকালের শিফটে ১৭ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৫ শতাংশ।

অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৯৫ শতাংশ। বিকেলের শিফটে ১৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।  

সকালের শিফটের পরীক্ষা হয় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। বিকেলের শিফটের পরীক্ষা হয় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।