ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএসবিআরএ’র সাথে জাপানীজ শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
বিএসবিআরএ’র সাথে জাপানীজ শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভা  ...

চট্টগ্রাম: নগরের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে জাপানীজ শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের (জেএসএ) ১৪ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।  

সভায় প্রধান অতিথি ছিলেন জেএসএ’র ভাইস প্রেসিডেন্ট কেইজি টমোডা।

বিশেষ অতিথি ছিলেন জিএমএস’র কী নোট স্পিকার ড. অনিল এফ শর্মা, এনওয়াইকে লাইনের জেনারেল ম্যানেজার ও জাপানীজ শিপ রিসাইক্লিং কমিটির সদস্য টাকুয়া কইজুমি, এনএস ইউনাইটেড কাইয়ুন কাইসা ও জাপানীজ রিসাইক্লিং কমিটির বিকল্প সদস্য হিরোকি তানাকা, ক্লাস এনকের ম্যানেজার টাকেশি নারোসি, এমএলআইটি’র পরিচালক ড. মাসানোরি যুসিদা, এনওয়াইকে লাইনের ম্যানেজার জিগামি নবয়ুকি, কেএর এর ডেপুটি জেনারেল ম্যানেজার কুদু ইয়াসুশি, জেএসএ ডেপুটি ম্যানেজার ইয়ামাগামি হিরোয়ুকি, এনকে ক্লাস টিএলডি তানিগুচি রাইয়ুয়া, ইন করপোরেশন জেএনএস অতসুকি সুমিয়ুকি, এমওএল এর তাকাহাসি নবয়ুকি ও আকিয়ামা নাইয়ুকি।

শুক্রবার (১৯ মে) রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসবিআরএ এর প্রেসিডেন্ট মো. আবু তাহের।

বক্তব্য দেন বিএসবিআরএ কার্যনির্বাহী কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, বিএসবিআরএ এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকু।  

শনিবার (২০ মে) সকালে সীতাকুণ্ডের ট্রিটমেন্ট স্টোরেজ অ্যান্ড ডিসপোজেল ফ্যাসিলিটি (টিএসডিএফ) সাইট ও দেশের প্রথম গ্রীন শিপ ইয়ার্ড পিএইচপি শিপ রিসাইক্লার্স ইয়ার্ড পরিদর্শন করেন জাপানের প্রতিনিধি দল। একই সময়ে ভাটিয়ারী বানুর বাজার বিএসবিআরএ এর কার্যালয়ের সামনে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পকে ‘লাল’ শ্রেণিভুক্ত থেকে কমলা শ্রেণিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মানববন্ধন করেছেন জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকরা।  

শ্রমিকদের দাবী, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ার কারণে অনেকগুলো জাহাজ কাটিং কার্যক্রম শুরু করতে পারছে না মালিকরা। এতে শ্রমিকরা কাজ হারাচ্ছেন। তাদের দিকে তাকিয়ে হলেও পরিবেশ অধিদপ্তরের এমন জটিলতা দ্রুত সমাধান করে জাহাজ ভাঙ্গা শিল্পকে গতিশীল করতে হবে। এভাবে চলতে থাকলে ইয়ার্ড মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কর্মহীন হয়ে পড়বেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।