ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সরকারের সামাজিক সুরক্ষায় ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুফল পাচ্ছে নারীরা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ২১, ২০২৩
‘সরকারের সামাজিক সুরক্ষায় ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুফল পাচ্ছে নারীরা’ ...

চট্টগ্রাম: নারী উন্নয়ন সংস্থা ঊষা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) সংগঠনের কার্যালয় চৌমুহনী একে টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি শাহানা আক্তার শিলা।

সংগঠনের সাধারণ সম্পাদক আরমিনা হক পুষ্পার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন কাউন্সিলর আনজুমান আরা, ঝর্ণা রানী বড়ুয়া, সুপ্তি তলাপাত্র, কান্তা ইসলাম মিনু, আফরোজা আক্তার পুর্ণিমা, সাবিত্রী দত্ত, আফরোজা আক্তার রিতু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, শিক্ষা উপবৃত্তির মতো সরকারের সামাজিক কর্মসুচিগুলোতে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

যার ফলে আরও বেশি সংখ্যক  নিম্মবিত্ত নারীরা সুফল পাচ্ছে।  

সভায় ঊষার স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে লিভার, জরায়ু ও স্তন ক্যান্সার রোগ বিষয়ে নারীদের সচেতনেতামুলক কর্মসুচি প্রান্তিক পর্যায়ে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বর্ষার শুরুতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।