চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথমদিন উপস্থিত ছিলেন ৮১ শতাংশ শিক্ষার্থী।
সোমবার (২২ মে) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
'ডি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ১৬ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৩৮১ জন। উপস্থিতি হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।
দ্বিতীয় শিফটের পরীক্ষায় ১৬ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৩০৬ জন। উপস্থিতি হার ৮১ দশমিক ৭০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮৭ জন। দুই শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৬৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএ/পিডি/টিসি