ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সাতকানিয়ায় কৃষক লীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সাতকানিয়ায় কৃষক লীগের বিক্ষোভ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাতকানিয়া উপজেলা কৃষক লীগ।

সোমবার (২২ মে) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার নেতৃত্ব দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন।

 

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মামুন চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মনসি আব্দুর রব সৌরভ, মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন রহমত উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নজির আহমদ, কার্যকরী সদস্য সন্তোষ দাস, বাবু তালুকদার, আক্তার হোসেন মিঠু, খাগরিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জনাব রমিজ ভান্ডারী, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ফরিদ, সহ-সভাপতি জালাল উদ্দিন,নলুয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ, নুরুল আলম ,আব্দুল মোনাফ, শফিকুল ইসলাম ইমন, কামাল হোসেন ,মোজাফফর আহমদ, আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান আব্দুল করিম সওদাগর, আবু বক্কর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।